মেহেরপুরে আরও ০৩ জন করোনায় আক্রান্ত

মেহেরপুরে নতুন করে আজ ০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে মেহেরপুর সিভিল সার্জন মেহেরপুর প্রতিদিন কে নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে দুজন মেহেরপুর সদরের অপর একজন মুজিবনগরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯২৪ জনে। ১৪ মার্চ ২০২১ থেকে আজ পর্যন্ত আক্রান্তের সংখ্যা- ১৫৪ জন।

বুধবার সন্ধ্যায় মেহেরপুরের সিভিল সার্জন ডা.নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ প্রাপ্ত ২৮ টি রিপোটের মধ্যে ০৩ টি পজিটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা- ৬৬৯৪ টি। নমুনা পাঠানো হয়েছে ১৭ টি।

মেহেরপুর জেলায় বর্তমানে আক্রান্ত রয়েছেন ২৬ জন। এর মধ্যে সদরে- ১৫, গাংনীতে- ০৬, মুজিবনগরে- ০৫ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়েছেন ৮০৯ জন। অন্যত্র ট্রান্সফার্ড করা হয়েছে ৬৭ জনকে।

ভিন্ন ভাবে পাওয়া আক্রান্তরা হলেন- মেহেরপুর সদরের মনোহরপুরের ময়না খাতুন (৩৮), স্টেডিয়াম পাড়ার ফিরোজ বিশ্বাস (৩৫), অপর জন হলেন মুজিবনগর উপজেলা ভবরপাড়ার আবু তালেব (৫৬)।