মেহেরপুরে আরও ২৩জন করোনা আক্রান্ত

মেহেরপুরে নতুন করে আরও ২৩জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১৩জন, গাংনীতে ৫জন এবং মুজিবনগরে ৫জন রয়েছেন।

সোমবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্টের ৫৬টির মধ্যে পজেটিভ ২৩টি।

আজকের ২৩টি পজিটিভের মধ্য দিয়ে জেলায় মোট পজিটিভ কেসের সংখ্যা ১৯৭টি। এ

র মধ্যে সদরে ৫০, গাংনী ৮৯ ও মুজিবনগরে ৫৮টি। জেলায় এ পর্যন্ত মৃত্যু ২৭ জনের।

ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয় মেহেরপুর নতুন পড়া সাজেদা (৫২), রিজিয়া খাতুন (৮২), নতুনপাড়া মোড় ইকুতার আলী (৩৭) মল্লিকপাড়া রঞ্জিত কুমার শিল (৪০), কাশ্যপপাড়ার নুরজাহান খাতুন (৩৫), বামনপাড়ার জাহিদ হোসেন (২৬), পোষ্ট অফিস পাড়ার ইকবাল হোসেন (২২) পিয়াদাপাড়া আরব মিয়া (৫৮), বড়বাজারের রাসেল (২৫) আমঝুপির মারিয়া (৬৫), আব্দুল হাকিম (৫৮), সুখেরা (৫০) আশরাফপুরের ইসমাইল (২৫)।

গাংনী করমদির জুয়েল রানা (৩৪), চৌগাছা মিয়াজান (৬০), সুমাইয়া আক্তার (২০), বামুন্দির রাজু আহমেদ (২৮), গাড়াডোবের একরামুল হক (৪৫)।

মুজিবনগর ভবরপাড়ার আয়ুব হোসেন (৭১) রামনগরের সাজ্জাদ হোসেন (২১) বল্লভপুরের আকাশ মন্ডল (২০), আনন্দবাসের রমজান আলী (৪৫), নাজিরাকোনার ধুলু (৬০)।