মেহেরপুরে আরও ৫৮ জন করোনায় আক্রান্ত- মৃত্যু-৪

মেহেরপুরে নতুন করে আরও ৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩০ জন,গাংনী ১৭ জন, মুজিবনগরে ১০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতের পরিচয়-
মেহেরপুর ফতেপুর গ্রামের রেবেকা (৬০),আলমপুর গ্রামের রাজিয়া (৪৪),চকশ্যামনগর গ্রামের রাহেলা (৭০) গাংনী কাঞ্চননগর মালেকা বেগম (৭৫)
ভিন্নসূত্রে পাওয়া পজিটিভদের পরিচয়
মেহেরপুর সদর উপজেলার বোসপাড়ার আল আমিন (১০),রাজনগর গ্রামের রাজিয়া সুলতানা (৫৫),আমদহ গ্রামের শ্রাবন্তি আক্তার মিম (১৯),চাঁদবিল গ্রামের শাহানারা (৫৯),কুতুবপুর গ্রামের আঃ আজিজ (৬৫),উজলপুর গ্রামের কামরুজ্জামান (৪৬),কামদেবপুর গ্রামের তনুয়ারা (৫১),কালিগাংনী গ্রামের সেলিম রেজা (৩৫),কাঁসারী পাড়ার ইসমতারা (২৭),রাজনগর গ্রামের ইউনুস আলী (৬৫),তাঁতিপাড়ার মোখলেসুর রহমান (৩৬),রাধাকান্তপুর গ্রামের রুমা খাতুন (৩০),গোভিপুর গ্রামের মোয়র্জিম (৪৭),মল্লিকপাড়ার রুহুল আমীন (৬৮),শোলমারি গ্রামের শামীম রেজা (৪০),মুস্তারি বেগম (৫৫),উজলপুর গ্রামের খাদিজা (১৫),ইছাখালি গ্রামের শামসুন্নাহার (৫৫),পুরাতন পোস্ট অফিস পাড়ার সাইদাল মামুদ সিদ্দিক (৩৫),রাজাপুর গ্রামের রোকসানা (৩৫),ঝাঁঝা গ্রামের শামিমা আক্তার (২৯),খাঁ পাড়ার নাজমা পারভিন (৩৫),তাহের ক্লিনিক পাড়ার তহুরা (৬০),বলিয়ারপুর গ্রামের সার্জিনা (৩৫),নতুনপাড়ার রহিমা (৩০),ফরিদা বেগমম (৫৩),চাঁদপুর লাভলি (৪০),ঈদগাহ পাড়ার ডা. পারভিন আক্তার (৫৩),বলিয়ারপুর গ্রামের ইছারদ্দিন (৬৫),আমঝুপি গ্রামের আঃ কাশেম (৭৫)।

মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ গ্রামের ফজলু (৬৫),রতনপুর গ্রামের ছাত্তার (৫৫),নুরনাহার (৩৪),পুরন্দরপুর গ্রামের খাদিজা (৪৫),ফজিলা (৬০),দারিয়াপুর গ্রামের ছামারুল (৩৫),মোনাখালি গ্রামের কামরুল হাসান (৩৮),গোপালপুর গ্রামের শাহাজান শাহ (৩৯),আঃ মালেক (৫৮),সোনাপুর গ্রামের নাজির আলী (৫০)।

গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের সালমা (১৮),বানিয়াপুকুর গ্রামের মলিদা বেগম (৫৫),গরীবপুর গ্রামের ফারুক আহমেদ (৫৫),ভোমরদহ গ্রামের নাসরিন (২২),নজরুল ইসলাম (৬০),সালেহা (২৭),ধানখোলা গ্রামের জাফিরন (৬৫),সাহারবাটি গ্রামের মাহাতাব (৬৫),গোয়ালগ্রাম গ্রামের শরিফুল ইসলাম (৪৫),মমতাজ খাতুন (৪০),আযান গ্রামের রেনু খাতুন (৫৫),ঢ্যাপা গ্রামের আসকার আলী (৫০),রোকেয়া খাতুন (৪৫),বাগুন্দা গ্রামের সেতু (২৮),মেরী (৫২),মহাব্বতপুর গ্রামের হোসনেয়ারা (৬০),হোগলবাড়িয়া গ্রামের সোহেল (৪০)। ১ জন কুষ্টিয়া জেলার।