মেহেরপুরে আরও ৯জন কোভিড-১৯ পজিটিভ

মেহেরপুরে নতুন করে আরও ৯জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২৪ জনে। শুক্রবার রাতে সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় নতুন প্রাপ্ত রিপোর্ট ২৬টি। এদের মধ‍্যে নতুন পজেটিভ ৯ টি। সদর-২জন, গাংনী-০, মুজিবনগর-৭জন।

তিনি আরও জানান, এ পর্যন্ত মেহেরপুর জেলায় বর্তমানে জেলায় আক্রান্ত ১২৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ৫৪ জন ও মুজিবনগর উপজেলায় ৪৭ জন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনায় মৃত্যুবরণ করেছেন ২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলায় ১০জন এবং মুজিবনগর উপজেলায় ৩ জন।

ভিন্ন সূত্রে পাওয়া আক্রান্তদের পরিচয় সদর উপজেলার গোভীপুর গ্রামের জহুরা (৬০) শান্তি (৫০), মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের জাহানারা (৫০), সোনাপুর গ্রামের মামলত (৬০), মানিকনগর গ্রামের প্রভুদান (৪০), শিবপুর গ্রামের নজরুল ইসলাম (৫৭), আনন্দবাস গ্রামের আরশাদ আলী (৭০), বাগোয়ান গ্রামের আনিসুর (২৫) গোপালনগর গ্রামের বুলবুলি (৫৫)।

তিনি সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।