মেহেরপুরে ইত্তেফাক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্বাধীকার থেকে স্বাধীনতাসহ বাংলাদেশের ইতিহাসে যতগুলি আন্দোলন হয়েছে ততগুলি আন্দোলনে একমাত্র মুখপত্র হিসেবে কাজ করেছে দৈনিক ইত্তেফাক। ইতিহাস ঐতিহ্যর ধারক হিসেবে ইত্তেফাক গণমাধ্যমের এক শক্তিশালি হাতিয়ার। দেশের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে সংবাদ প্রকাশ করতে গিয়ে ইত্তেফাককে অনেক কন্টকময় পথও অতিক্রম করতে হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর থিয়েটার হলে অনুষ্ঠিত ইত্তেফাক এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের অতিথিরা এসব কথা বলেন।

মেহেরপুর
ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিউল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও লোক গবেষক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রতিদিন’র সম্পাদক ইয়াদুল মোমিন।

সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইত্তেফাকের গাংনী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আজাদ আলী, মহাজনপুর মহাবিদ্যালয়ের প্রভাষক ও সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জাকির হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ।

আলোচনা শেষে ইত্তেফাক’র ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।