মেহেরপুরে কঠোর লকডাউন

মেহেরপুর জেলায় কঠোর লকডাউন চলছে। যানবাহন, দোকানপাট, সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। লকডাউনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে জেলা পুলিশের বিভিন্ন দল।
গেল কয়েকদিন ঢিলেঢালা লকডাউনে জেলায় বাস চলাচল বন্ধ থাকলেও অন্য সব কিছুই ছিল স্বাভাবিক। সর্বাত্মক লকাডাউন ঘোষণার পর আজ সকাল থেকে পাল্টে গেছে সে চিত্র। মেহেরপুর জেলা শহর, উপজেলা শহর, গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে পুলিশ প্রহরা বসানো হয়েছে। মূলত পুলিশের তৎপরতার ফলেই সর্বাত্মক লকডাউন পালন হচ্ছে মেহেরপুর জেলায়।
শহর ও গ্রামের বাজারগুলোতে নিত্যপণ্য, কাঁচা পণ্য ছাড়া অন্য কোন দোকানপাট খোলা হয়নি। সড়কগুলোতে জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের বাহন হিসেবে পাখিভ্যান এবং পণ্য বহনের যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করছে না। সরকারি বেসরকারি অফিস বন্ধ রয়েছে। নিত্যপণ্যের দোকান ও কিছু হোটেল খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি খুবই কম।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আইজিপি মহোদায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। লকডাউন বাস্তবায়নে আগামি ২১ এপ্রিল পর্যন্ত মাঠে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।