মেহেরপুরে কাবাডি খেলোয়াড় ট্রাকের ধাক্কায় আহত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় পা হারাতে বসেছে রজনি খাতুন(১৬)নামের এক কাবাডি খেলোয়াড়।

আহত রজনি খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী। বর্তমানে সে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দারুসসালাম ক্লিনিকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, মেহেরপুর জেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আন্ত: জেলা ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মেয়েদের কাবাডি খেলা প্রতিযোগীতায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বিদ্যালয়ের এসব খেলোয়াড় একটি আলগামন যোগে বিদ্যালয়ে ফিরছিলেন। হঠাৎ একটি ট্রাক তাদের আলগামনকে ধাক্কা দিলে রজনি খাতুনের ডান পায়ের মাংস খসে যায়। এসময় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তারিক জানান, রজনি খাতুনের ডান পায়ের ক্ষত হয়েছে। ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে এখন আশংকামুক্ত।