মেহেরপুরে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা
মেহেরপুর জেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান, মিল মালিক সাফুয়ান আহমেদ রূপক প্রমূখ। সভায় চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়।
-নিজস্ব প্রতিনিধি