
মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল চারটার সময় মেহেরপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড জামায়েত ইসলামের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।
পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডের সেক্রেটারী সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আমীর মাওলানা মোঃ তাজ উদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পেশাজীবী বিভাগ ডাঃ আব্দুস সালাম, পৌর আমীর সোহেল রানা ডলার, পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডের সভাপতি রেজাউল হক,।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর সূরা সদস্য নুর রহমান, পৌর ৯ নম্বর ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক মোঃ মনোয়ার হোসেন রনি, পৌর ৮ নং ওয়ার্ডের অর্থ ও সমাজ সম্পাদক রাকিবুল ইসলাম সাদ্দাম, ৮ নং ওয়ার্ডের যুব কমিটির সভাপতি শাকিল শেখ প্রমখ।


