
শেরপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায়, নারী কর্মীদের হেনস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা “রেজাউল ভাই মরলো কেন, তারেক জিয়ার জবাব চাই”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ খুনের মাস্টারপ্ল্যান”, “হ্যাঁ মানে হাদি, না মানে মোদি” ইত্যাদি স্লোগান দেন।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাহবুব উল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী, এবি পার্টির আহ্বায়ক রফিকুজ্জামান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

