মেহেরপুরে জাল দলিলে নামজারি করার চেষ্টার অপরাধে এক জনের ৭দিন জেল

মেহেরপুরে জাল শরিকানা ফাঁকি দিয়ে জাল দলিল করে নামজারীর আবেদন করার চেষ্টার অপরাধে নুরুজ্জামান বিশ্বাস (৫৯) নামের এক ব্যক্তির ৭দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মেহেরপুরের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মায়েন উদ্দিন এ এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত নুরুজ্জামান বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের মৃত নাজমুল হকের ছেলে।

সহকারি কমিশানার ভ’মি) মায়েন উদ্দিন জানান, নুরুজ্জামান তাদের শরিকানা জমি ৭ভাইয়ের মধ্যে চার ভাইয়ের সাথে রেজিষ্ট্রি করে নেয়। কিন্তু তিন ভাই তার নামে রেজিষ্ট্রি দেয়নি। কিন্তু তিনি সাত ভাই রেজিষ্ট্রি দিয়েছে উল্লেখ করে জমি জাল দলিল তৈরি করেন।

সেই জাল দলিল দিয়ে তিনি নামজারির আবেদন করেন। নমজারির আবেদনে দলিল দেখে সন্দেহ হলে তাকে শুনানিতে ডাকা হয়। পরে তিনি জাল দলির করার বিষয়টি স্বীকার করেন। সেই অপরাধে দন্ডবিধির ১৮৬১ এর ১৭১ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।