
মেহেরপুরে জাল টাকাসহ সাব্বির হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাব্বির হোসেন রাজশাহী জেলার তানোর উপজেলার বুরুজ পূর্বপাড়া এলাকার মৃত সাইফুদ্দীনের ছেলে।
মেহেরপুর শহরের কাথুলি বাসস্ট্যন্ড এলাকার বাবুল স্টোরে টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়েন এই জাল টাকা কারবারি।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার জানান, কাথুলি বাসস্ট্যান্ডের বাবুল স্টোরে জাল নোট ভাঙাতে গিয়ে ধরা পড়ে সাব্বির। পরে পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৬ টি এক হাজার জাল নোট উদ্ধার করা হয়েছে।
জাল টাকা উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় দন্ড বিধি আইনের ৪৮৯ (খ) ও (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭।
আটক আসামি সাব্বির হোসেনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


