মেহেরপুরে দ্বিতীয় দিনে করোনা টিকা নিলো ১৩০ জন

মেহেরপুর করোনা টিকা প্রদানের দ্বিতীয় দিনে টিকা নিয়েছে ১৩০ জন। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের ২য় দিনে কোভিড-১৯ টিকা নিলো ১৩০ জন ব্যাক্তি।

এই বিষয়ে মেহেরপুর সিভিল সার্জন ড. নাসির উদ্দিন জানান, প্রথম দিনে মেহেরপুর সদরে ২০ জনকে এই টিকা দেওয়া হয়েছিলো তার ভিতরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ও আমি নিজে ছিলাম এখনো পর্যন্ত টিকা নেওযার পর কোনো প্রতিক্রিয়া দেখা যায় নি।

তিনি আরও জানান,এখন থেকে ৪০ বছর এবং এর বেশি বয়সী সকল মানুষ কভিড-১৯ এর টিকা নিতে পারবেন।

মেহেরপুরে এ পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন প্রায় ১৪শ জন। মেহেরপুরের তিন উপজেলাতেই দেওয়া হচ্ছে টিকা।