মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, কালা চাঁন্দপুর মোল্লাপাড়ার মোঃ আনারুলের ছেলে মোঃ লিটন মিয়া (২৫), মেহেরপুর সদর থানার, এফআইআর নং-১১, তারিখ- ০৭ এপ্রিল, ২০২৫; জি আর নং-১০৪, তারিখ- ০৭ এপ্রিল, ২০২৫; সময়- ২২.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, গোভীপুরের মৃত ইসমাইলের ছেলে মোঃ সাইদুর ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, মেহেরপুর, নন জিআর নং-৭৩/২৪, তারিখ- ১৭ অক্টোবর, ২০২৪; (মেহেরপুর, মেহেরপুর সদর) ঘটনার সময়- ধারা- ৫০৬ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০ এবং আমঝুপির মৃত জাফর আলী ওরফে তেগার ছেলে মোঃ পলাশ (৩০), মেহেরপুর সদর থানার ,এফআইআর নং-১০/১৮৩, তারিখ- ১০ জুলাই, ২০২০; সময়- ২০.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
গ্রেফতাকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।