
মেহেরপুরে হাবিবুর রহমান খোকন (৫০) নামের এক সাবেক বিডিআর সদস্য বিষপান করে আত্মহত্যা করেছেন।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান খোকন মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের বর্ষিবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের (৭০) বড় ছেলে। তিনি পেশায় প্রাক্তন বিডিআর সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিষপান করার পর বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাত ১টার দিকে গাড়ির ভেতরেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান খোকন ছিলেন সামাজিক স্বভাবের মানুষ। সম্প্রতি অতিরিক্ত ঋণের চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণ পরিশোধে অক্ষম হয়ে হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।


