মেহেরপুরে বিএনপির কালো পতাকা মিছিল

মেহেরপুরে বিএনপির কালো পতাকা মিছিল

মেহেরপুরে দ্রব্যমূল্যের উর্ধ্ধগতি, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকাল ৫ টায় মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন।

মিছিলে অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী কালো পতাকা মিছিলে অংশ নেন।