মেহেরপুরে বিশেষ চাহিদার শিশুদের গ্রামীণ খেলার আয়োজন

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরে বিশেষ চাহিদা সমপন্ন ক্রিড়াবীদদের অংশ গ্রহনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৬জুন) বুধবার সকালে মেহেরপুর জেলা ক্রিড়া অফিস মেহেরপুর স্টেডিয়ামে প্রতিযোগীতার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক তানভির রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা ক্রিড়া অফিসার আরিফ আহম্মেদ,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় মেহেরপুরের তিনটি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সমপন্ন ক্ষদে ক্রিড়াবীদরা অংশ গ্রহন করেন। এবছর গ্রামীণ খেলাধুলা প্রতিযোগীতায় গুরুত্ব পেয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতন করেন অতিথিবৃন্দরা। পুরুস্কার পেয়ে বিশেষ চাহিদা সমপন্ন শিশুরা উল্লাশ প্রকাশ করেন।