মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

“সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রুপদর্শী শিক্ষক” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) উদ্যোগে গণসাক্ষরতা অভিযান’র সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

মউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ফজলে রহমান।

অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, মেহেরপুর প্রতিদিন’র সম্পাদক ইয়াদুল মোমিন।

অতিথিরা বলেন, শিক্ষকের মর্যাদা আটকে গেছে আমাদের সমাজের ক্ষমতায়। শিক্ষক হিসেবে নিজের অবস্থান তৈরি করতে হবে। নিজেকে তৈরি করতে হলে প্রচুর লেখাপড়া করতে হবে। শিক্ষকের আচার-আচরণে উদাহরণ তৈরি পূূর্বের মর্যাদা ফিরিয়ে আনার তাগিদ দেন অতিথিরা।
মউকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুরাদ আলীর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপ ব্যবস্থাপক আব্দুর রউফ।

মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষক আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছ নবি, বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু, গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কিতাব আলী, দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজাহার আলী, শিক্ষক আল আমীন, অবসরপ্রাপ্ত শিক্ষক রাশিদুল ইসলাম।