মেহেরপুরে মউক এর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ

মেহেরপুরে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর উদ্যোগে মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সোমবার সকাল থেকে দিনব্যাপী মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার প্রধান সড়কে জীবণুনাশক স্প্রে করা হয়। সেই সাথে পথচারি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মেহেরপুরের প্রবেশ পথ দরবেশপুর থেকে এই কাজ শুরু হয়। সেখানে উদ্বোধন করেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোনিনুল ইসলাম। পরে মুজবনগরে জীবাণুনাশক স্প্রে করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি।

মানব উন্নয় কেন্দ্র (মউক) এর কার্যালয় আমঝুপি থেকে এই কাজের শুভ সূচনা করেন মউক এর নির্বাহী পরিচালক আশাদুজ্জামান সেলিম।
সার্বিক সহযোগীতা করেন মউক এর প্রোগ্রাম ম্যানেজার মুরাদ আলী, ফাহমিদা খাতুন, মানবাধীকার কর্মি সাদ আহম্মেদ, ভলেন্টিয়ার সানজিদা খাতুন, ওয়াজেদ আলী।
মেপ্র/এমএফআর