মেহেরপুরে মহান বিজয় দিবস পালন শুরু

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্ম সূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্য৪াদায় ৪৮ তম মহান বিজয় দিবস পালন শুরু হয়েছে।
ভোরে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ৩১ বার তপোধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে সূর্য়োদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে মেহেরপুর সরকারি কলেজের মোড়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনি জেলা প্রশাসনের পক্ষে, পুলিশ ‍সুপার এস এম মুরাদ আলী পুলিশ প্রশাসনের পক্ষে, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে সকাল সাড়ে ৮টায় মেহেরপুর জেলা ষ্টেডিয়ামমাঠে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনি জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে পুলিশ, আনছার, স্কাউট, বিএনিসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

নিজস্ব প্রতিনিধি