মেহেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

করোনা মহামারীর কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর মেহেরপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস শুরু করেন।

রবিবার সকাল ৭ টার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের ছাত্রীদের ক্লাসে স্বাগত জানান।

এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সহকারী শিক্ষক কাজী আনিসুজ্জামান, সেকেন্দার আলী সহ বিদ্যালয় অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মেহেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে কলেজের শিক্ষকরা ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন।

সরকারি মহিলা কলেজে বিএনসিসি সদস্যরা কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের তাপমাত্রা মেপে তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এছাড়াও মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ‍্যালয়, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, শহীদ ক‍্যাপ্টেন আশরাফুল হাফিজ খান সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের বরণ করে নেন। এসময় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য ও শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।

এ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সরকারী সিদ্ধান্ত গ্রহণ করার পর পরই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করা সহ পাঠদানের পরিবেশ গড়ে তোলে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছে।