মেহেরপুরে শেষ হলো ৬ দিনব্যাপী সিকিউ প্রশিক্ষন

সৃজনশীল প্রশ্ন প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন (সিকিউ) এর উপর ৬ দিন ব্যাপী প্রশিক্ষনের সমাপ্তী হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তী করা হয়।

জেলা শিক্ষা অফিসের অধিনে মেহেরপুর জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের  মোট ১৭১ জন শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষন কার্যক্রম চলে। বিজ্ঞান, গনিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা ও ব্যাবসায় উদ্যোগ এই পাচটি বিষয়ের উপর শিক্ষকদের প্রশিক্ষন দেওয়া হয়।

সমাপ্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পদির্শক আল মামুন, প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম,

বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাসানুজ্জামান, কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকুনুজ্জামান।

মেপ্র/এমএফআর