মেহেরপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ননী গোপাল স্মরণে স্মরণসভা

মেহেরপুরে শিক্ষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধ সংগঠক প্রয়াত ননী গোপাল স্মরণে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় অরনণি থিয়েটার এ স্বরণসভার আয়োজন করে।

স্বরণসভায় বক্তব্য দেন, ননী গোপাল ভট্টাচার্যের বড় ছেলে কাজল ভট্টাচার্য, মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধাক্ষ অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ওস্তাদ শামীম জাহাঙ্গীর সেন্টু, অবসর এর সভাপতি জানে আলম, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, সাহিত্য পরিষদের সভাপতি নুর আলম, অরনি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের।

উল্লেখ্য, গত ২৭ জুন শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ শহরের হোটেলবাজারস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেন।