মেহেরপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটায় সতর্কতা কর্মসূচী

মেহেরপুরের মানব উন্নয়ন কেন্দ্র মউক এর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে সতর্কতা মূলক র‌্যালি করা হয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে শামসু্জোহা পার্ক থেকে র‍্যালিটি শুরু করে বড় বাজার ঘুরেে একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগ নেতা হিরন ও মউক এর সদস্যরা। এসময় যাদের মাস্ক ছিলনা তাদের মাঝে বিতরণ করা হয়।

আশাদুজ্জামান সেলিম বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ থেকে স্বল্প পরিসরে শপিং মল, দোকান পাট খোলা হয়েছে। এর পরিপেক্ষিতে সকাল হতে না হতে মানুষের সমাগম দেখা যায় তাদের মধ্যে নেই সামাজিক কোনো দূরত্ব। তাই আমরা সর্তকতা মূলক কর্মসূচী পালন করছি।

ব্যবসায়ী নেতা আমিনুল ইসলাম খোকন বলেন, আমরা যে সব দোকানে দেখছি মানুষ সমাগম তাদের কে সর্তক করার চেষ্টা করছি। তারা যেনো সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা কেনা করে। তিনি আরও বলেন, সব নিয়ম মেনেই যেনো ঈদের কেনাকাটা করতে পারে ক্রেতারা সে জন্য এ ধরণের কর্মসূচী চলবে।