মেহেরপুরে সাড়ে পাঁচ হাজার শ্রমিক কর্মচারি পেলেন প্রধানন্ত্রীর ত্রাণ সহযোগীতা।

মেহেরপুরে বাস-ট্রাক শ্রমিক, ব্যবসায়ী কর্মচারি ও আইনজীবী সহকারী ৫ হাজার ৫শ ২৩জন পাচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা। শুক্রবার জেলা প্রশাসকের কার্যলয় থেকে প্রত্যেককে ১০ কেজি চাউল ও নগদ ২শ টাকা দেওয়া হচ্ছে।

এদের মধ্যে বাস শ্রমিক হচ্ছে, সদরে ১হাজার ৬শ ১১জন, গাংনীতে ১ হাজার ১৪জন, মুজবনগরে ২শ ৬০জন মোট ২ হাজার ৮শ ৮৫জন। ট্রাক শ্রমিক হচ্ছে, সদরে ১হাজার ৩শ জন, গাংনীতে ৩শ জন, মুজিবনগরে ১শ জন। ব্যবসায়ী কর্মচারি হচ্ছে, বড় বাজারের ৫শ ৭২জন, হোটেল বাজারের ২শ ১৫জন ও আইনজীবী সহকারী ১শ ৫১জন।

চলমান করোনা পরিস্থিতিতে এইসব শ্রমিক কর্মচারিরা প্রায় ২মাস ধরে কর্মহীন হয়ে আছে। এর আগেও মটর শ্রমিকদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিল। আসন্ন ঈদ-উল ফিতরের কারনে পুনরায় ১০ কেজি চাউল ও নগদ ২শ টাকা করে দেওয়া হচ্ছে।