মেহেরপুরে ৩০ তম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীত এবং শপথ গ্রহণ সহ শান্তির প্রতিক কবুতর উড়ানো এবং বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে ৩০ তম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনির নেতৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে প্রধান সড়ক মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে শেষ হয়।

এ সময় শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয় এবং শান্তির প্রতিক কবুতর উড়ানো হয়।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিবস উপলক্ষে মিরপুর পৌর কমিউনিটি সেন্টার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইবাদত হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জালালউদ্দিন।

-নিজস্ব প্রতিনিধি