মেহেরপুর কলেজ শাখা ছাত্রলীগের প্রেস রিলিজ

মেহেরপুর বড়বাজারে (কাঁচা বাজার) করােনা মােকাকেলায়  গণসচেতনা মূলক জনসমাগম এলাকায় মেহেরপুর কলেজ শাখার সৌজন্যে
হাত ধোঁয়ার একটি পানির ট্যাংক অস্থায়ীভাবে স্থাপন করা নিয়ে মেয়রে সাথে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়।

তার পরিপ্রেক্ষিতে মেহেরপুর কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সভাপতি আদিব হোসেন আসিফ ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজ দেওয়া হয়।

প্রেস রিলিজে তারা বলেন, বিশ্বব্যাপি আতংকের নাম হচ্ছে করােনা ভাইরাস, আর এই করােনা ভাইরাসের প্রথম করনীয় হাতকে পরিস্কার এবং জীবানু মুক্ত করার হীন মানসিকতা দেখিয়েছেন এবং ট্যাংক অপসারণ করার যে অপচেষ্টা করেছেন , তার তীব্র
প্রতিবাদ করছি । মেয়র বলেছেন , আমরা নাকি পরিবেশ নষ্ট করছি, এখন আপনাদের কাছে প্রশ্ন ভাইরাসকে মােকাবেলায় রাস্তায় আগত জনগনের জন্য কলেজ ছাত্রলীগের এই উদ্যোগটা কি খারাপ  ? এত বড় বাজারে জনগণের হাতকে সুরক্ষা রাখতে আপনি কি ব্যাবস্থা রেখেছেন , এই প্রশ্ন করলে মেয়র বলেন, আমাকে কেউ বলেনি তখন উপস্থিত সকলে বলেন মেয়রকে তাহলে এই সংকটময়
পরিস্থিতিতে আপনার করনীয় কি? সদুত্তর দিতে না পেরে মেয়রের এই ধরনের আচরণে আমরা কলেজ ছাত্রলীগ এর তীব্র প্রতিবাদ করছি।