
মেহেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রয়াত শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ রেহেনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সেলিনা আফরোজা, নাজমা আক্তার, ফাতেমা খাতুন, শাহানা আক্তার, খন্দকার বদরুদ্দোজা, রওশন আরা, শাহিনা আফরোজা, বিথী খাতুনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


