মেহেরপুর জেলা – মো: সাইফুল ইসলাম

মেহেরপুর জেলা মোদের নিজের জেলা
এই জেলা প্রাণ মোদের প্রাণ
এই জেলার মধ্যে খুঁজে পায়
গোলাপ ফুলের ঘ্রান।

এই জেলাতে মনের সুখে বাস করা যায়
যায় জড়িয়ে বুক
এই জেলাতে বাস করে পাই
আরাম দায়ক সুখ।

এই জেলার মাটি সোনার চেয়ে খাঁটি
যেখানে ফসলের বীজ রাখি
সেখান থেকে গোলা ভরি
এই জেলার চাষীদের মনে আছে হাসির দোলা

চাষীদের ঘরে আছে
ধানে ভরা গোলা।