মেহেরপুর পৌরসভায় আন্তর্জাতিক নারী দিবস পালন

মেহেরপুর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। বরিবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পৌর মেয়র বলেন, আজ নারীরা শুধু ঘরের রান্না-বান্নাই করে না, তারা বর্তমানে দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সক্রিয়ভাবে অংশ করছেন।

তিনি আরও বলেন, একটি পরিবারের মা’ই হচ্ছে সব চেয়ে বড় শিক্ষক ও অবিভাবক, একটি সন্তান কে কি ভাবে লালন পালন করে একটি ভালো পর্য়ায়ে নিয়ে যেতে পারে তার শিক্ষা মায়ের কাছ থেকেই পেয়ে থাকেন। মা’ই পারে একটি সন্তান কে আদর্শবান করে গড়ে তুলতে পারে।

এর আগে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আল মামুন, নরুল আশরাফ রাজিব, আব্দুল্লাহের বাপ্পি, সচিব তৌফিকুল আলম প্রমুখ।

মেপ্র/আরপি