মেহেরপুর প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইট ভাটায় জেলা প্রশাসনের অভিযান

মেহেরপুরে জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে কাচা ইট গুলো পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার টঙ্গী গোপালপুর গ্রামে এ আব্দুর রাজ্জাক দুদু টিনের চিমনির ইট ভাটায় অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নির্দেশে সরকারি কমিশনার এম এম আরাফাত হোসেন এর নেতৃত্বে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দলের সহযোগিতায় টিনের চিমনি ভাঙা সহ সেখানকার সমস্ত ইট পানি ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়।

সম্প্রপি মেহেরপুর প্রতিদিন প্রত্রিকায় অবৈধ ইট ভাটার প্রস্তুতি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর ইট ভাটার মালিকরে সাথে জেলা প্রশাসক মতবিনিময় সভা করেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ি মেহেরপুরে কোন অবৈধ ব্যারেল চিমনি থাকবে না।

তারপর কিছু অসাধু ব্যবসায়ী সরকারের চোখ ফাকি দিয়ে ব্যারেল চিমনি দিয়ে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। এছাড়াও কয়েকটি ইট ভাটায় আগুনও দেওয়া হয়েছিল।

এমন সংবাদের ভিত্তিতে রবিবার গোপালপুরে অভিযান চালিয়ে ব্যারেল চিমনির ইট ভাটাটি ধ্বংস করে দেওয়া হয়।

-নিজস্ব প্রতিনিধি