
মেহেরপুর বিআরটিএ অফিস অভিযান পরিচালনা করে সরকারি কাজে বাধা প্রদান করায় দুই যুবককে জেলা ও জরিমনা করেছে দুদকের একটি টিম।
আজ বুধবার (১৩ মার্চ ) দুপুরে দুদুক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক সাইদুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি কাজে বাঁধা প্রদান করায় নাজমুস সাকিব ও শাওন খান নামের দুই যুবককে আটক করেন তিনি।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবির হোসেন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় নাজমুস সাকিবকে ২০০ টাকা জরিমানা এবং শাওন খানকে ৩দিনের জেল ও ২০০টাকা জরিমানা করেন। দণ্ডিত শাওন খান মেহেরপুর মল্লিকপাড়ার এবং নাজমুস শাকিব স্টেডিয়াম পাড়ার বাসিন্দা।
দুদকের সহকারী পরিচালক সাইদুর রহমান মেহেরপুর প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 
								
				

 
												