
ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক কর্তৃক পরিচালিত রশ্নি কম্পিউটার এবং ট্রেনিং সেন্টারে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান ২০২০ এর আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে শহরের ফিন ফুড এন্ড ক্যাটারিং কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
এস এম রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মো: মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন ধুমকেতু, বাংলাদেশ ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক এর চেয়ারম্যান গোলাম রসূল জয়, মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রশ্নী কম্পিউটার প্রশিক্ষরণ কেন্দ্রের প্রশিক্ষক মাহমুদা মিলি ও সীমা আক্তার বর্ষা।
অনুষ্ঠানে নবীনদের কে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী ছাত্র ছাত্রীদের কে সার্টিফিকেট প্রদান করা হয়।
মেপ্র/আরপি


