মেহেরপুর সদরের বারাদী বিএডিসি ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

মেহেরপুর সদর উপজেলার বারাদী বিএডিসি ফার্মে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক এ দাবি স্থানীয়দের।
স্থানীয়রা মেহেরপুর প্রতিদিনের মাধ্যমে দাবি জানিয়ে জানান, বারাদী কৃষি প্রধান অঞ্চল। ৪১০ একর জমির উপর অবস্থিত, বিএডিসি এর আওতায় একটি বিশাল আয়তনের হিমাগার রয়েছে, এছাড়া বিএডিসির পাশে এগ্রিকালচার সেন্টার অবস্থিত এবং পাশাপাশি বারাদী হর্টিকালচার সেন্টারও রয়েছে যেখানে বিভিন্ন প্রকার চারা উৎপাদান করা হয় ও কৃষক, কৃষাণীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ্য করে গড়ে তোলা হয়। যে কারণে বারাদী অঞ্চলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দাবি জানানো হয়েছে।
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং জনপ্রশাসন মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এম,পি এর নির্বাচনী এলাকা মেহেরপুর একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য সরকারি আদেশ দেওয়া হয়।