
প্রবাহ-মেহেরপুর অ্যাডভান্সমেন্ট এলায়েন্সের আয়োজনে মেহেরপুর সরকার কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজর অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম. নজরুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ ড. এস এম আতিয়ার রহমান।
এছাড়াও এসময় মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মিলন মন্ডল, সানজিদা ফেরদৌস, নাহিদ রেজাসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


