মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কৃল এন্ড কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়েজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেন, সকল শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। হাতে কলমে কাজ না শিখলে চাকরি পাওয়া যাবে না। জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে যারা হাতে কলমে কাজ শিখতে পারবে তারা কেউ বসে থাকবে না এবং বেকার থাকবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম, সি আই শামিমুল কবির, রঞ্জিত কুমার মন্ডল।

এর আগে জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে নবীনদের কে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় ব্যবহৃত উপকরণ তুলে দেওয়া হয়।

মেপ্র/ ইএম