মেহেরপুরে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত

মেহেরপুরে আরো ১৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সদর ‍উপজেলায় ১১জন এবং মুজিবনগর উপজেলায় ৩ জন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা। নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৩২টি। এর মধ্যে ১৪ টি পজিটিভ ( সদর-১১, মুজিবনগর -৩ ), বাকিগুলো নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২৬১০টি।

বিভিন্ন ভাবে পাওয়া আক্রান্তদের পরিচয়- মেহেরপুর শহরের তাঁতীপাড়ার শারমিন, ফারহানা, হাসিবুল,ফাতেমা, আহসান, গড়পাড়ার রিমা, ঘোষপাড়ার নজরুল, পৌর ঈদগাহ পাড়ার কলিমউদ্দিন, আবদুল্লাহ।
মুজিবনগর হাসপাতালের প্রধান সহকারি হাসান আহমেদ, সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সাইফুল ইসলাম, মোনাখালী গ্রামের খাদিজা খাতুন।

মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৮৭ (সদর-৪৪, গাংনী- ২৯, মুজিবনগর -১৪) জন। মৃত্যু – ৭ জন (সদর-৩, গাংনী- ৩, মুজিবনগর -১), সুস্থ্য= ১৩০ জন( সদর-৬৯, গাংনী -৫০ , মুজিবনগর- ১১), ট্রান্সফার্ড- ২০জন (সদর-১৩, গাংনী-৭)। আক্রান্তদের পরিচয় জানা মাত্রই আপডেট করা হবে।