মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ৩য় দিনের কর্মসূচি হিসাবে মুজিবনগরে মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্প্রতিবার সকাল থেকে দুপু্র প্রর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালীন সময়ে কেদাগন্জ বাজারসহ বিভিন্ন জায়গায় মাছের ফরমালীন পরিক্ষা করা হয়।

কোন মাছে ফরমালীন পাওয়া যায়নি বলে জানিয়েছেন মৎস অফিসার শহিদুল ইসলাম।

এদিকে অভিযান চলাকালীন সময়ে ভৈরব নদীতে কারেন্ট জাল দেখতে পাওয়ায় জাল পুরিয়ে দেওয়া হয়।

এ সময় মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আহসান হাবিব উপস্থিত ছিলেন।