
অনলাইন জুয়ার কারণে সার্বিকভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হয়, দেশের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হন। সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করেছেন তারা আরও কিছু অর্থনৈতিক উন্নতির আশায় এই জুয়া খেলায় অংশগ্রহণ করলে যা উপার্জন করেছে সেটাও চলে যায়।
বিগত এসপি সাহেবের সময় যারা অনলাইন জুয়ার সাথে জড়িত ছিল তাদের বেশ কিছু হয়তো ১৫০০টিরও অধিক সিম জব্দ করা হয়েছে। যেহেতু এটি অনলাইন ভিত্তিক, সাইটগুলো বন্ধ করলেও আবার চালু করে তারা।
এ ব্যাপারে আমি বিটিআরসির সাথে কথা বলবো, কিংবা যার যার সাথে কথা বলা লাগে আমি বলবো যাতে এই সাইটগুলো ডাউন করা যায় কিনা। যেমনি ভাবে পর্ন সাইটগুলো বন্ধ করা হয়েছে, একই পদ্ধতিতে যদি জুয়ার সাইটগুলো বন্ধ করা যায় আমি সে বিষয়ে দেখবো।
আরেকটি কাজ হলো যারা খেলছে তাদের আটক করা। বিত্তবান জুয়ারীদের আটক করা সম্ভব তাদের আটক করে শাস্তি দেয়ার মাধ্যমে সামাজিক প্রতিবন্ধকতা তৈরি করা যাবে যাতে তারা আর খেলতে না পারে। এই কাজও করা হবে। যারা খেলছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে দেখা যাক। শুরু করেছি, এসেছি, যাওয়ার আগে যাতে আপনাদের বলে যেতে পারি কিছু করেছি।
আজ বুধবার সকাল ১১টার দিকে পুলিশ সুপার কার্যালেয়র সম্মেলন কক্ষে মেহেরপুরের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসকল কথা বলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
তিনি আরো বলেন, ২৮ তারিখ থেকে শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে। মেহেরপুরে ৩৯টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেকটি পূজা মণ্ডপেই রাত্রিকালীন টহল হয়। কাল থেকেই এই টহল আরও জোরদার করা হবে।
প্রত্যেকটি পূজা মণ্ডপ কমিটির সাথে কথা হয়েছে, আমিও জেলা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে এসেছি। আমার অফিসাররাও প্রত্যেকদিন যাচ্ছেন।
আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, পূজা যেন সুন্দরভাবে কোনো রকম বিঘ্ন ছাড়া সম্পন্ন করা যায়। আমাদের পক্ষ থেকে চেষ্টার সর্বোচ্চ প্রদর্শন করা হবে।
অনলাইন তথ্য বিভ্রাটের মাধ্যমে ভুল তথ্য প্রদান করে গুজব ছড়িয়ে যদি কেউ কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করে, তখনই আমাকে জানাবেন। ভুল তথ্য ছড়িয়ে যাওয়ার আগে যেন আমরা সেখানে গিয়ে হাজির হতে পারি। আমাদের সকলের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে এবারে পূজা সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করব।
মতবিনিময় সভায় মেহেরপুরের সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, সময় টিভির জেলা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম, ডিবি ওসি শিমুল কুমার দাস, মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন, গাংনী থানার ওসি মোঃ বানী ইসরাইল প্রমুখ।