যুদ্ধে পক্ষ খুঁজি – মহাম্মদ সামসুজ্জোহা

যুদ্ধ ও ফুলের মধ্যে দারুণ এক মিল খুঁজে পায়!—
ফুল ও যুদ্ধ জাতি-ধর্ম-বর্ণ আলো-অন্ধকার
নির্বিশেষে সকলের মধ্যে তার মাহাত্ম্য ছড়ায়;
যুদ্ধ ও শান্তি যেন দুদর্ম প্রেমিক-প্রেমিকা যুগল—
বিরহিনী শান্তি কীটপতঙ্গের মতো ঝাপিয়ে পড়ে
যুদ্ধের লেলিহান শিখায়
ঘৃণাসুরা পান করে করে যুদ্ধ শুধুই প্রমত্ত হয়।
নিজেকে কঠোর জেরায় ফেলে দেখেছি—
যুদ্ধকে এখনো ঘৃণা করতে পারিনি;
আমার যত ঘৃণা-আক্রোশ ঘুরেফিরে
কোনো এক পক্ষে গড়ায়;
আমার নিরপেক্ষতা, আমার সুশীল নিরবতা
যুদ্ধের পক্ষাবলম্বন ছাড়া আর কিছু নয় ।
মুখে আমি যতই ঝরায় অমিয় আপ্তবুলি
হৃদয়ের গভীরে লালন করি—
যুদ্ধই হলো সর্বোচ্চ যুক্তি
যুদ্ধই ন্যায্যতা প্রতিষ্ঠার অব্যর্থ উপায়
এক যুদ্ধই কেবল দিতে পারে
অন্য এক যুদ্ধের ন্যায্যতা;
যুদ্ধই দিতে পারে সব অধিকার, শান্তি, ধর্মের প্রতিষ্ঠা
তাই কুরুক্ষেত্র থেকে আজ অবধি
শুধু যুদ্ধই করে চলেছি
প্রাপ্তির জন্য রক্ত—অন্তহীন মানবিক বিপর্যয়—
নৈবেদ্য দিতে হবে আমায়।
প্রায়ই মৌন থাকি—
আসলে তো পক্ষ খুঁজি!
কারণ আমি যুদ্ধকে ঘৃণা করতে পারিনি!