
রাজশাহী মেডিকেলে রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান রোগীকে রক্তদান শেষে ফেরার পথে নাটোরের বনপাড়া হাইওয়ে থানার অদূরে একটি গাছের সঙ্গে মাইক্রোবাসটি ধাক্কা খায়। ঘটনাস্থলেই খন্দকার আজাদ হোসেন (৫০) মৃত্যুবরণ করেন।
নিহত খন্দকার আজাদ হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানদার ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন ঘোষবিলা গ্রামের মৃত আসমান আলীর ছেলে রবিউল ইসলাম এবং গাড়িচালক শীলন ইসলাম, তিনি আব্দুল খালেকের ছেলে।
খন্দকার আজাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘোষবিলা গ্রামের কবরস্থানে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।


