রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পেলেন মেহেরপুরের আবির

রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পেলেন মেহেরপুরের আবির

স্নাতকে (সম্মান) অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বর্ণপদকে ভূষিত হয়েছেন মেহেরপুরের জাহিদুল ইসলাম আবির। গত শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাকে স্বর্ণপদক প্রদান করা হয়।

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে স্বর্ণপদক পরিয়ে দেন। এ সময় নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরোল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম আবির মেহেরপুর সদর উপজেলার মোঃ নকিম উদ্দীনের সন্তান এবং মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (গঊঝউঅ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

২০২০ সালের অনার্সে চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় “শিল্পী অধ্যাপক কাইয়ুম চৌধুরী স্মৃতি স্বর্ণপদক”এ মনোনীত হয়ে রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।