শনিবার চুয়াডাঙ্গার গৃহহীনরা পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

আগামী ২৩ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলার ১৩৪টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগিতের ঘরের চাবি হস্তান্তর করবেন। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সহকারী কমিশনার হাবিবুর রহমান ও জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার ১ হাজার ১৩১টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই শতাংশ জমিসহ এক ইউনিটের বাড়ির দলিল ও চাবি হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১৩৪টি পরিবার এ উপহার পাচ্ছে। পর্যায়ক্রমে লক্ষমাত্রা পূরণ করা হবে। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে আরো ৯ হাজার ৯৫৪টি পরিবারকেও নিজেদের জমিতে বাড়ি করে দেয়া হবে।