শীতের পিঠা পুলি – মৃণাল কান্তি সরকার

গায়ের প্রতি ঘরে পিঠা
পুলির ঘ্রাণ, সাথে রয়েছে
খিরমোহন ও পরমান।
ঘরে ঘরে ব্যস্ত প্রতিটি বধূ
ঢেকিতে বানতে চালের
আটা,সুস্বাদু ভাবা পিঠা।
সন্ধ্যায় প্রতি বাড়িতে চলছে
পিঠা ভাজা,খেতে ব্যস্ত ঘিরে
সবাই চুলোর পাড়ে বসা।
খেতে মজা গরম পাটিসাপটা
চতই পুলি, খেজুর রসে
ভিজিয়ে খেতে মজা ভারি।
খাচ্ছি আমি খাচ্ছে দাদা দাদি
সবাই জানে শীতকালে গাঁয়ে
পিঠা পুলির কদর বেশি।
সন্ধ্যা হলে জ্বলে চুলো চলে
আত্মীয়পনা, তাই সবাই
ব্যস্ত পিঠা পুলির সময় কনা।