শেষ দিনের রোমাঞ্চ

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৬৯ রানের জবাবে এক উইকেটে ৩২ রানে দ্বিতীয়দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দু’দিন স্বাগতিকরা চালকের আসনে থাকলেও শনিবার তৃতীয়দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর কাজটা খুব কঠিন হয়ে গিয়েছিল রুটদের জন্য।

রোববার চতুর্থদিন শেষে বেশ জমে উঠেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ শেষদিনে দুর্দান্ত কিছু করে জয়ের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড।

কাল ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানে অলআউট করে ১৮২ রানে লিড নেয় ইংল্যান্ড। ক্রেগ ব্রাফেট (৭৫), শামারা ব্রুকস (৬৮) ও রোস্টন চেজের (৫১) ফিফটিতে ফলোঅন এড়ায় ক্যারিবীয়রা।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুই উইকেটে ৩৭ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। সব মিলিয়ে ২১৯ রানে এগিয়ে তারা। জিততে চাইলে আজ দ্রুত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে উইন্ডিজকে আরেকবার অলআউট করতে হবে তাদের।