শোকগাঁথা

শোকগাঁথা – এবি ছিদ্দিক

উনিশশো পঁচাত্তরের এক কালো রাতে
অবিনাশী বাংলার বক্ষ বিদীর্ণ করলো
পলাশী সৃষ্ট ঘাতকের বুলেট!

শ্রাবণের চাঁদ ম্লান করে
নেমে আসে শোকের ছায়া!

থরথর কাঁপতে থাকে প্রীতিলতার মাটি!
থেমে যায় পাখপাখালির কিচিরমিচির
ভোরের দোয়েলগীতি!

নিহত হলেন আমজনতার ভালোবাসাসিক্ত
লাল গোলাপ-শেখ মুজিব!

শোকাহত হলো এ্যটোমিক মানুষের হৃদয়!
অতঃপর…
শোকের মিছিল বেয়ে উর্বর হতে থাকে
তাঁরই স্বপ্নের দেশ-সোনার বাংলা।