শ্রীলঙ্কার হারে ফাইনালে ভারত

শ্রীলঙ্কার হারে ফাইনালে ভারত

৬৮ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমে ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জিততে হতো লঙ্কানদের।

অন্যদিকে ফাইনালে যেতে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে জিততে হতো ভারতকে। ড্র বা হারলেও আশা বেঁচে থাকতো ভারতের। তবে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ার ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে ভারত। ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার দেওয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে ২ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা।

এই ম্যাচ হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে ছিটকে লঙ্কানরা। জুনে অজিদের বিপক্ষে টেস্ট শিরোপার লড়াইয়ে খেলবে রোহিত-কোহলিরা। এই নিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠলো ভারত।

সূত্র: ইত্তেফাক