
মেহেরপুর প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুৎ বকেয়া বিলের দুই মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করলেন উপজেলা নির্বাহি অফিসার।
মেহেরপুর গাংনী উপজেলা জোনাল অফিস পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস দুই মাসের বিল পরিশোধ করেছে বলে জানিয়েছেন।
নিরাপদ আরো জানান গতকাল রবিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ থেকে২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরের বিল বাবদ ২২ হাজার একটি চেক গ্রহণ করেন।
উল্লেখ্য, গতকাল রবিবারে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার শিরোনামে উপজেলা গাংনী উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় ও গাংনী পৌরসভার ৩০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে তিনি বিল পরিশোধের উদ্যোগ গ্রহণ করেন।
মেপ্র/এমইএম

 
								
				

 
												