মেহেরপুর টেংরামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক দৌলত হোসেন চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করায় তার পরিবারকে আট লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে মৃত দৌলত হোসেন এর স্ত্রী আম্বিয়া খাতুনকে এই চেক তুলে দেন জেলা প্রসাশক ড. মুনসুর আলম খান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৃত্যুবরণ কারীর পরিবার।
সরকারি কর্মকর্তার পরিবারকে আট লক্ষ টাকার চেক প্রদান
