
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সরোজগঞ্জ বাজারের জাহাঙ্গীর স্টোর থেকে প্রায় ৫০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট জাল, প্রায় ১০ কেজি জাল, জাল তৈরির বিভিন্ন সরঞ্জাম, ভারা ও মাদলী, আতশবাজি এবং পটকা। পরে উদ্ধারকৃত সব মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা আশিক মমতাজের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি বলে জানা গেছে। অভিযান চলাকালে বিজিবি ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সরোজগঞ্জ বাজারে গোপনে কারেন্ট জাল ও নিষিদ্ধ সরঞ্জামের বেচাকেনা চলছিল। অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।